ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেট এলে ভেঙ্গে যায় হাট, চলে গেলে জমে

প্রকাশিত: ০২:২৯, ৪ এপ্রিল ২০২০

ম্যাজিস্ট্রেট এলে ভেঙ্গে যায় হাট, চলে গেলে জমে

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ শাক সবজি, হাস-মুরগি, বাঁশের তৈরি টুকরি, গরু-ছাগল, ফুটপাতে গ্রাম্য কবিরাজদের আয়োজনসহ একটি গ্রামীন হাটের জমজমাট সব আয়োজনই ছিল । লোক জনের উপস্থিতি ছিল প্রায় সহস্রাধিক। কিন্তু ভ্রাম্যমান আদালতের গাড়ী দেখে মালামাল রেখে সবাই পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট চলে গেলেই আবার জমে উঠে । নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার খবির মিয়া বাজারের দৃশ্য এটি । এটি শুধু একটি বাজারে নয় উপজেলার ওচখালী বাজার, মোহম্মদপুর বাজার , সাগরিয়া বাজার, খাসেরহাট বাজারসহ বিভিন্ন বাজারে । গত এক সপ্তাহ ধরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার সালাম জরিমানা করে, বুঝিয়ে মাইকিং করেও নিশ্চিত করতে পারছেনা তাদের সামাজিক দুরত্ব। সবাই বিভিন্ন অজুহাতে জমায়েত হচ্ছে গ্রামের এসব হাটবাজার।
×