ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্তাহারে করোনায় ছিন্নমূলদের খাওয়াচ্ছেন আজিুল হক রাজা

প্রকাশিত: ০৪:২০, ৩ এপ্রিল ২০২০

সান্তাহারে করোনায় ছিন্নমূলদের খাওয়াচ্ছেন আজিুল হক রাজা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বিত্তশালী হলেই শুধু রাজা হওয়া যায় না। মধ্যবিত্ত হয়েও উদার মন নিয়ে ভাল কাজ করে ‘রাজা’ উপাধী পাওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন আজিুল হক রাজা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। করোনায় বিপাকে পড়া সান্তাহারের অর্ধশতাধিক ছিন্নমুল মানুষ পেয়েছেন এমন এক উদার মন ওয়ালা ‘রাজা’কে। করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সরকার গত ১০ দিন আগে বন্ধ করে দিয়েছেন ট্রেন ও বড় গণপরিবহন। ফলে মহা বিপাকে পড়ে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ও বাসস্ট্যান্ডে খাবার সন্ধান করা অর্ধশত ছিন্নমুল নারী-পুরুষ। কিন্তু তিন বেলা খাবারের জন্য ওই সব ছিন্নমূল মানুষকে বেশী ক্ষন অপেক্ষা করতে হয়নি। গত ১০দিন ধরে তাদের তিন বেলা খাবার দিচ্ছেন রাজা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যক্তি। তিনি সান্তাহার স্টেশনের ভোজনালয় হোটেলে রান্না করে এ সব মানুষের মাঝে তিন বেলা খাবার খাওয়াছেন। জানা গেছে, সান্তাহার বাজার (মাইক্রো বাসস্ট্যান্ড) এলাকার বাসিন্দা আজিজুল হক রাজা নামে এক ব্যক্তি পেশায় কুচিয়া মাছ ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ী হলেও তাঁর মন অনেক বড়। করোনায় গত তিন মাস ধরে তাঁর ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ থাকলেও দরিদ্র দরদী রাজা সেবাধর্মী মন বন্ধ করেনি। তিনি নিজে থেকে ৪এপ্রিল পর্যন্ত ওই সব ছিন্নমূল মানুষদের তিন বেলা খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। ২৪ মার্চ রাত থেকে রান্না করে এসব ছিন্নমূল মানুষের মাঝে খাবার খাওয়ানো শুরু করেন। কিন্তু দিন যত বাড়তে থাকে ততোই বাড়ে ছিন্নমূলদের সংখ্যা। আজিজুল হক রাজা বলেন, আমাদের সমাজে অনেক বিত্তশালী মানুষ রয়েছে। কিন্তু কেউ তাদের খোঁজ খবর রাখে না। তবে আমার এই উদ্যোগ দেখে আমার মতই কিছু মদ্যবিত্ত মানুষ সাহায্য ও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ছিন্নমুলদের তিন বেলা খাবার ব্যবস্থা করতে পারায় আমার খুব ভালো লাগছে। মানবাধিকার কর্মীদের অভিমত রাজা’র মতো সমাজের অন্যদেরও এভাবে এগিয়ে আসা উচিৎ। তাহলে ছিন্নমূল মানুষের অন্তত ক্ষুধার জ্বালা মেটানো সম্ভব হবে।
×