ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনা সন্দেহে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৭, ৩০ মার্চ ২০২০

দিনাজপুরে করোনা সন্দেহে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা পল্লীতে ফরহাদ হোসেন (৪০) নামের এক যুবক সোমবার ভোরে নিজ বাসায় মারা গেছেন। করোনা ভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়ির ৪ সদস্যসহ আশপাশের আরও ৪০টি বাড়ির লোকজনকে হোম কোয়রেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। মৃত: ফরহাদ হোসেন (৪০) বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর আঁচলকোল তফসি গ্রামে আবু হানিফ-এর ছেলে। তিনি কুমিল্লায় এক ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কৃষিকাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, মার্চের ১ তারিখে ৩ যুবকসহ কুমিল্লার লাকসাম উপজেলায় কাজের সন্ধানে যান। সেখানে গিয়ে তার শরীরে জ্বর অনুভব হলে, ১০ মার্চ নিজ বাড়িতে ফিরে আসেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তিনি নিজ বাড়িতেই মারা যান। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মেডিকেল টিম সেখানে গিয়ে মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে আইডিইসিআর পাঠিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নমুনা সংগ্রহের পর বিরামপুর শাহী জামে মসজিদের পেশ ইমামের নেতৃত্বে ৫ সদস্যর একটি দল তাকে গোসল করায়। বাদ জোহর জানাজা নামাজের পর বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। জানাজায় ৭ জন উপস্থিত ছিলেন। তিনি জানান, ফরহাদ মারা যাওয়ার পর ওই পাড়ায় যাতে কোনও লোক ঢুকতে বা বের হতে না পারে, সে জন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।
×