ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে ব্যাক্তি উদ্যেগে হাসপাতালে পিপিই বিতরণ

প্রকাশিত: ০৯:০৮, ২৯ মার্চ ২০২০

টঙ্গীবাড়িতে ব্যাক্তি উদ্যেগে হাসপাতালে পিপিই বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক্তি উদ্যোগে পিপিই বিতরণ করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ নিজস্ব অর্থায়নে চিকিৎসক ও নার্সদের জন্য ২৫ সেট পিপিই প্রদান করেন। আজ রবিবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাছলিমা আক্তারের হাতে এসব পিপিই তুলে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহি: বিভাগ, টিকেট কাউন্টারসহ কর্তব্যরত ডাক্তারদের সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) গুলো দেয়া হয়। দেশের প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস দূযোগ মোবাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে ছিলো চিকিৎসকরা। ঠিক সেই সময়ে ডাক্তারদের নিরাপত্তা বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক জনপ্রতিনিধি কাজী ওয়াহিদ পিপিই বিতরণ করনে। তিনি শিঘ্র আরও পিপিই বিতরণ করবেন বলেও জানিয়েছেন।
×