ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ঘরেই নামাজ আদায়ে প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে চলুন’

প্রকাশিত: ১০:৩৪, ২৭ মার্চ ২০২০

‘ঘরেই নামাজ আদায়ে প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে চলুন’

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর অনুরোধ মানতে দেশের আলেমদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল এ আহ্বান জানিয়ে বলেছেন, ঘরেই মুসলমানদের নামাজ আদায় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুরোধ করেছেন, তা মানতে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে সাবেক এমপি এ আউয়াল দেশের আলেম সমাজের ভূমিকায় হতাশা প্রকাশ করে বলেন, এখনও দেশের আলেমরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদে নামাজ আদায় নিয়ে আলেমদের মাধ্যমে মুসলমানদের অনুরোধ জানানোর কথা আলোচনা হলেও তারা কর্ণপাত করেননি। মসজিদ ইবাদতের স্থান, ঘরেও ইবাদতের বৈধতা ইসলামে আছে এবং আল্লাহর নবীর কোন নিষেধাজ্ঞা নেই। এম এ আউয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে মুসলমান ধর্মাবলম্বীদের উদ্দেশে যে অনুরোধ করেছেন, করোনার সংক্রমণবন্ধে তার অনুরোধ আমাদের ঐক্যবদ্ধভাবে মান্য করার মধ্য দিয়ে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। যার-যার ধর্মের মানুষেরা তাদের প্রভুর দরবারে প্রার্থনা করবেন, কিন্তু জমায়েতের মাধ্যমে যেহেতু এই ভাইরাস সংক্রমিত হয়, সেহেতু এটা মানতে হবে। এম এ আইয়াল বলেন, ইতোমধ্যে সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করেছে। এই জমায়েত প্রার্থনা থেকে নিষিদ্ধ নয়, একটি সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এই নিষেধাজ্ঞা। সারা দুনিয়াতেই মুসলমানরা অন্য ধর্মাবলম্বীরা জমায়েত থেকে বিরত রয়েছে। মূল কথা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে আগেও বিভ্রান্ত করা হয়েছে, এখনও করা হচ্ছে। জুমারয় উপস্থিতি সীমিত রাখারু -ইফা ॥ বিডি নিউজ জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশনা সরকার দেয়ার পর জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সংক্রমণ এড়াতে গোটা দেশে সাধারণ ছুটি শুরুর পর জুমার নামাজের আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহবানের কথা জানানো হয়। এতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী শুক্রবারের জুমাসহ সকল জামাআতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহবান ইসলামিক ফাউন্ডেশনের।’ দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এই বার্তা পাঠানোর কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৈশ্বিক মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগ সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে সবাইকে অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে সরকারীভাবেই। এটি ছোঁয়াচে রোগ বলে এর বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। যে কোভিড রোগে বিশ্বের এই পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ৫ লাখ মানুষকে আক্রান্ত করেছে, তা সংক্রমণের ক্ষেত্রে কয়েকটি দেশে ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমের ভূমিকা ছিল। বাংলাদেশেও ভাইরাসে আক্রান্ত হয়ে পরপর দুদিন দুই মুসল্লির মৃত্যুর পর রাজধানীর মিরপুরের টোলারবাগের দুটি মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রেখেছে এলাকাবাসী। সংক্রমণ ঠেকাতে জনসমাগম কমিয়ে আনতে সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশ অনির্দিষ্ট সময়ের জন্য মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে নামাজ বন্ধ করা হয়েছে মক্কা ও মদিনার মসজিদেও। তবে বাংলাদেশে এখনও মসজিদ বন্ধের সিদ্ধান্ত না হলেও ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে মুসলমানদের; অন্য ধর্মের মানুষদেরও ঘরেই প্রার্থনা করতে আহবান জানানো হচ্ছে।
×