ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটপাথে লাখ রুপী দামের চা!

প্রকাশিত: ১১:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২০

 ফুটপাথে লাখ রুপী  দামের চা!

ভারতের পশ্চিমবঙ্গে এক কেজি চায়ের দাম রাখা হচ্ছে তিন লাখ রুপী। তবে সেটি কোন পাঁচতারা হোটেল নয় বরং মুকুন্দপুরের সড়কের পাশে ফুটপাথে। হাজার রুপীর এক কাপ চা খেতে দূর থেকে মানুষ আসছেন। ছাতার নিচে বিভিন্ন রঙের প্লাস্টিকের চেয়ার। আর সামনের চেয়ারে সাজানো হরেক রকমের চা। চায়ের রং ও গন্ধ সবই আলাদা। সেখানে পাওয়া যাচ্ছে আফ্রিকার ক্যানামেল, জার্মানির ক্যামোমাইল ফ্লোরাল, মেক্সিকোর টিসেন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্লু চা। চা দিয়েই যেন বিশ্ব দেখা হয়ে যাচ্ছে। দোকানি পার্থপ্রতিম গাঙ্গুলী বলেন, বাঙালীর চায়ের প্রেম সারা বিশ্বই জানে। -ইন্ডিয়া টাইমস
×