ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ ও ১২ মার্চ সুপ্রীমকোর্ট বারের নির্বাচন

প্রকাশিত: ১০:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

 ১১ ও ১২ মার্চ সুপ্রীমকোর্ট বারের নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রীমকোর্ট বার ) ২০২০-২০২১ সেশনের নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রীমকোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এদিকে নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। ইতোমধ্যে সরকার সমর্থক এবং বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। গত ১০ ফেব্রুয়ারি সরকারপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এতে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়।
×