ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে নৌকা ডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

  কর্ণফুলীতে নৌকা ডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ ফেব্রুয়ারি ॥ কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ মা-ছেলের লাশ ৫ দিন পর পুলিশ উদ্ধার করেছে। নিহতরা হলেন মা টুম্পা মজুমদার (৩০) ও ছেলে বিজয় মজুমদার (৫)। মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটার কর্ণফুলী নদী থেকে এদের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ভাসমান অবস্থায় এই দুটি লাশ উদ্ধার করে। উল্লেখ্য, গত শুক্রবার সকালে চট্টগ্রামের নন্দনকানন এলাকার রাধামাধব মন্দির থেকে ১২৭ জনের একদল সনাতন ধর্মাবলম্বী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন মন্দির ভ্রমণে আসেন। এরপর দলটি উপজেলার শীলছড়িস্থ তিনটি বোট ভাড়া করে মন্দিরের উদ্দেশে যাত্রা করেন। ২টি বোট যথাস্থানে পৌঁছলে পথিমধ্যে একটি বোট হঠাৎ উল্টে গিয়ে ৪৭ যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে অনেকেই সাঁতার কেটে কূলে উঠতে পারলেও মা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন। নিখোঁজের মধ্যে দেবলীনা (১০) নামের একজনের মরদেহ উদ্ধার করতে পারলেও মা-ছেলে নিখোঁজ থাকেন।
×