ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত: ০১:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

হাতিয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ চত্তরে আজ শনিবার সকালে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি অধিদপ্তরের অধিনে এন এ টি পি প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। বক্তব্য রাখেন কৃষানী ফারবিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জিসান আহম্মেদ, পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী। আলোচনা শেষে হাতিয়ার কৃষক-কৃষানীদের নিয়ে গঠিত ৮টি সি আই জি (কমন ইন্টারেস্ট গ্রুপ) গ্রুপের মাঝে ১টি ফাওয়ার টিলার , ১টি ধান মাড়াই যন্ত্র, ১টি পাম্প, ১টি ফুড স্প্রে, ১টি হেন্ড স্প্রে, ১টি ভুট্রা মাড়াই যন্ত্র ও ১টি নিড়ানি যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। এতে প্রতিটি গ্রুপ মাত্র শতকরা ৩০ ভাগ টাকা দিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি পান। উপজেলা কৃষি অফিস জানান হাতিয়াতে মোট একশত টি এধরনের গ্রুপ রয়েছে । ৮টি গ্রুপকে যোগ্যতার ভিত্তিতে শনিবার এসব যন্ত্রপাতি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য গ্রুপকে এসব যন্ত্রপাতি দেওয়া হবে।
×