ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস

প্রকাশিত: ০২:৩০, ৬ ডিসেম্বর ২০১৯

৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আগামীকাল ৭ই ডিসেম্বর শনিবার মাগুরা মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয় । দিবসটি মাগুরা বাসীর কাছে একদিকে আনন্দের অন্যদিকে বেদনার । এই দিনে মাগুরায় উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা । মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের জয়বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল । দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালি, আলোচনা সভা , মমবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্টান। পাকিস্থানী সেনারা মাগুরা শহরের বিভিন্ন ভবনে তাদের ক্যাম্প করে । পাকিস্থানী বাহিনী , রাজাকার, আলবদর বাহিনী বিভিন্ন এলাকা থেকে নিরীহ সাধারন মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই সমস্থ স্থানে আটক রেখে নির্মমভাবে নির্যাতন করতো । এরপর তারা শতশত মানুষ ও মুক্তিযোদ্ধাকে হত্যা করে নদীর ডাইভারশন ক্যানেলে নদীতে ভাসিয়ে দিত । ৬ ডিসেম্বর ৭১ যশোর পাক হানাদার মুক্ত হওয়ার পর পাকিস্থানী সেনারা যশোর ত্যাগ করে মাগুরার দিকে অগ্রসর হয় । মুক্তিবাহনী ও মিত্রবাহিনীর আক্রমনে পাকিস্থানী সেনারা মাগুরা ত্যাগ করে কামারখালী হয়ে ফরিদপুরের পালিয়ে যায় । ৭ ডিসেম্বর শক্রু মুক্ত হয় মাগুরা । মাগুরায় উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা । মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার--১ এস এম আব্দুর রহমান জানান, দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে ।
×