ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদককারবারি রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ নভেম্বর ২০১৯

 টেকনাফে বন্দুকযুদ্ধে  মাদককারবারি  রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। নিহত নুর কবির মিয়ানমারের বাসিন্দা মোতালেবের পুত্র। শুক্রবার মধ্যরাতে লেদার ছুরি খালের নিকটে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, হ্নীলা লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল ছুরি খালের নিকটে কেওড়া বাগানে পৌঁছলে সেখানে ৩-৪ ব্যক্তিকে মাটি খুঁড়ে কালো পলিথিন মোড়ানো একটি বস্তা মাটির বের করতে দেখে। এ সময় সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তাদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় বিজিবির টহলদল নিজেদের জান ও সরকারী মালামাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির শব্দ থামার পর টহলদলের সদস্যরা ওই এলাকা তল্লাশি করে ১ লাখ ২০ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি দেশীয় তৈরি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে ডাকাত স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, শিবপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার রাজ্জাক মিয়া (৩৯) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ৪ টি রাম দা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তেলিয়া শ্মশান ঘাটে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী ও শিবপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দ্রুত বিচার আইনে ১৬টি মামলা রয়েছে। আহতরা হলো এসআই মনির হোসেন, কনস্টেবল মশিউর রহমান ও আনিসুর রহমান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত রাজ্জাক মিয়াকে গ্রেফতার করা হয়।
×