ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এশিয়ার সবচেয়ে কঠিন রেসে অংশ নেবেন বাংলাদেশের অভিক

প্রকাশিত: ০৯:০৬, ১১ নভেম্বর ২০১৯

এশিয়ার সবচেয়ে কঠিন রেসে অংশ নেবেন বাংলাদেশের অভিক

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের জুনে আন্তর্জাতিক কার রেসিংয়ে বাংলাদেশের জন্য অভিক আনোয়ার বয়ে এনেছিলেন প্রথম ও ঐতিআসিক এক সাফল্য। ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান টুরিং কার ন্যাশনাল চ্যম্পিয়নশিপ-এ সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। এটাই তার প্রথম আন্তর্জাতিক সাফল্য। সেই সঙ্গে বাংলাদেশেরও। এরপর জুলাইয়ে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সেদেশের জাতীয় মোটরস্পোর্ট ইভেন্ট ভোক্সওয়াগন এমিও কাপ-এ তৃতীয় স্থান অধিকার করেন। আগস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ট্র্যাক রেসে (মালয়েশিয়ান চ্যাম্পিয়নশিপ সিরিজ এর রাউন্ড ৪ এর দ্বিতীয় রেস) অংশ নিয়ে ৪৮ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থানটি অলংকৃত করেন। আগামী ২৩ নভেম্বর আবারও মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ১০০০ কি.মি. এন্ডুরান্স রেস ফর্মুলা ওয়ান সার্কিটে অংশ নিতে যাচ্ছেন অভীক। এতে তিনিসহ অংশ নেবেন মোট ৭৭ প্রতিযোগী। জনকণ্ঠকে অভীক জানান, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে কঠিন রেস। এর আগে এই রেসে বাংলাদেশ থেকে কেউ অংশ নেয়নি। এ উপলক্ষ্যে মালয়েশিয়া যাব ১৯ নভেম্বর। অনুশীলন করবো ২০ ও ২১ নভেম্বর। বাছাইপর্বে অংশ নেব ২২ নভেম্বর। মূল রেস ২৩ নভেম্বর। এই রেসে আমার কো-ড্রাইভার হচ্ছেন ভারতের আনমোল সিং। দেশবাসীর কাছে জেতার জন্য দোয়া চাচ্ছি।
×