ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধই একমাত্র পথ ॥ রুহানি

প্রকাশিত: ০০:৩৫, ২০ অক্টোবর ২০১৯

ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধই একমাত্র পথ ॥  রুহানি

অনলাইন ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই। তিনি গতরাতে তেহরানে একজন যুদ্ধাহতকে দেখতে গিয়ে একথা বলেন। রুহানি আরো বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে,তবে ইরানি জনগণ প্রতিরোধের মাধ্যমে এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছে। তিনি বলেন, মার্কিন সরকার জাতিসংঘের অনুমোদিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুহানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীদের সঙ্গে ইহুদিবাদী ও সৌদি নেতারাও যোগ দিয়েছেন এবং ইরানি জনগণের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। এ অবস্থায় ইরানের সামনে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া ভিন্ন কোনো পথ বাকি নেই। এসময় প্রেসিডেন্ট ১৯৮০’র দশকে ইরানের বিরুদ্ধে ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজ ইরান এ পর্যায়ে এসেছে এবং বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে।
×