ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ভিসিপন্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: ০৯:৩৬, ১৭ অক্টোবর ২০১৯

জাবি ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ভিসিপন্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ নামক ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন। ‘ষড়যন্ত্রের অন্ধকার দূর হয়ে যাক’ এই স্লোগানকে সামনে রেখে প্রায় ৩০০ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্জ্বলনের পূর্বে উপাচার্যের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয়। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির পর এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ বলেন, “আমরা বর্তমান উপাচার্য ও তার পরিবারকে ব্যক্তিগতভাবে চিনি। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া ।” কর্মসূচি থেকে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। এদিকে, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা আজ এক সাধারণ সভার মাধ্যমে রবিবার থেকে উপাচার্যের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত জানান।
×