ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-মদিনা সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ১২:০৮, ১৬ অক্টোবর ২০১৯

চট্টগ্রাম-মদিনা সরাসরি ফ্লাইট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-মদিনা রুটে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর বোয়িং-৭৭৭ উড়োজাহাজের যাত্রী পরিবহনের মধ্য দিয়ে শুরু হবে ফ্লাইটের কার্যক্রম। সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারায় অবস্থানরত বাংলাদেশীদের সুবিধার্থে সরাসরি এ ফ্লাইট চালু করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন হবে এ ফ্লাইট। প্রতি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে মদিনার ফ্লাইট। বর্তমানে মদিনায় অবস্থান করেন চট্টগ্রামের অনেক বাসিন্দা। কিন্তু তাদের জন্য দেশী বিদেশী কোন বিমান সংস্থারই সরাসরি ফ্লাইট নেই। ফলে চট্টগ্রামের যাত্রীদের মদিনায় যেতে হচ্ছে ঢাকা হয়ে। আর চট্টগ্রাম থেকে গেলে যেতে হয় দুবাই এবং জেদ্দা ঘুরে। মেরিটাইম একাডেমির যাত্রা শুরু“ স্টাফ রিপোর্টার ॥ বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা ও নাবিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশীদের চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নাবিক প্রশিক্ষণ একাডেমি হিসেবে ‘ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম একাডেমির যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার উত্তরখানের একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করেন জাহাজ মালিক ঝংডু। অনুষ্ঠানে বিদেশী জাহাজ মালিক ও ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রধান প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের নাবিকদের জন্য অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দরকার নাবিক পেশা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারী/বেসরকারী উদ্যোগে আরও বেশি সংখ্যক দক্ষ দেশী নাবিক তৈরি করা।
×