ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ও শান্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের চ্যালেঞ্জ ॥ নাসিম

প্রকাশিত: ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৯

উন্নয়ন ও শান্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের চ্যালেঞ্জ ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আগামী দিনের উন্নয়ন ও শান্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের চ্যালেঞ্জ। তিনি মঙ্গলবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। এর আগে তিনি কাজিপুরে আধুনিক মানের পাঁচ শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের উদ্বোধন করেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন- শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দকী। সমাবেশে বুয়েট হত্যাকা- নিয়ে বিএনপির পানি ঘোলা করার অপপ্রয়াস ন্যক্কারজনক মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেছেন- দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত কঠোর। ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। দ্রুত বিচার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা তার সন্তানতুল্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ছাড় দেননি। সংশোধনী ॥ সোমবার দৈনিক জনকণ্ঠের ২য় পাতায় ‘উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না’ নাসিম শীর্ষক খবরের একাংশে (১২ নং লাইনে) ভুলবশত নিজের সন্তানকেও শেখ হাসিনা ছাড় দেননি ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে পড়তে হবেÑ নিজের দলীয় সন্তানতুল্যদেরও শেখ হাসিনা ছাড় দেননি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট সংবাদদাতা দুঃখ প্রকাশ করেছেন।
×