ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:১৫, ৩ অক্টোবর ২০১৯

  গাজীপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রতিবেশীর গাছ থেকে ফল ছিড়ে খাওয়ায় ৪র্থ শ্রেণীয় এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার নিহত শিশুর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের নাম অন্তর (১২)। সে নরসিংদীর স্বপন চন্দ্র দাসের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি এজাজ শফী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মজলিশপুর এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকেন স্বপন চন্দ্র দাস। স্বপন চন্দ্র দাস নদী-খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করে। এছাড়াও মাঝে-মধ্যে সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে। নিহত অন্তর স্থানীয় লাঠিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ২/৩জন শিশুসহ অন্তর স্থানীয় ভগমানের টেক এলাকার একটি বাগানে যায়। সেখানে তারা একটি গাছ থেকে অরবরই ছিড়ে খায়। এ সময় এক ব্যক্তি তাদের ধাওয়া করে অন্তরকে আটক করে এবং অন্য দুইশিশু পালিয়ে যায়। এক পর্যায়ে ওই ব্যক্তি অন্তরকে মারধোর করে ছেড়ে দেয়। পরে অন্তর অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপরও অন্তরের অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৫দিন পর বুধবার সন্ধ্যায় অন্তর মারা যায়। পরে নিহতের স্বজনরা মরদেহ মজলিশপুর এলাকায় তাদের বাসায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নিখিল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
×