ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক সহ ২ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৮:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক সহ ২ শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ সেনাবাহিনীর মেজর পরিচয়ধারী এক ব্যক্তি ও তার সশস্ত্র দলবলের হামলায় হবিগঞ্জে উপজেলা চুনারুঘাটের গোলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার সহ একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিস্ট স্কুলে সংঘটিত এই ঘটনায় আহতরা হলেন, প্রধান শিক্ষক শাহিনা আক্তার (৪০), ৫ম শ্রেনীর ছাত্রী ছাদিয়া আক্তার (১০) ও ৪র্থ শ্রেনীর ছাত্রী শারফিন আক্তার (৯)। এদিকে এই ঘটনার প্রতিবাদে সংশ্লিস্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। পুলিশ ভূয়া মেজর আব্দুল হামিদ ওরফে ফুল মিয়াকে আটক করেছে। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই স্কুল পরিচালনা কমিটির মেয়াদর্ত্তীণ হওয়ায় সংশ্লিস্ট উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে একটি এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু মেজর পরিচয়ধারী ওই ফুল মিয়া প্রায়শ স্কুলে প্রবেশ করে এ নিয়ে নানা কটুক্তি ও প্রভাব বিস্তার করে সংশ্লিস্ট কমিটি তার অনুকূলে নিতে চায়। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে বাদানুবাদের একপর্যায়ে ফুল মিয়া ও তার দলবল প্রধান শিক্ষিকা সহ শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। এতে আহত হন উক্ত ৩ জন সহ অনেকেই।
×