ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইল্সের ভোট স্থগিত

কারমাইকেলে কেন নির্বাচন নয়-জানতে চায় হাইকোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

কারমাইকেলে কেন নির্বাচন নয়-জানতে চায় হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ২৮ বছর ধরে রংপুর কারমাইকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন না দেয়ার ব্যর্থতা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রাজধানীর উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গবর্নিং বডি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির ইংরেজী মাধ্যম (ইংলিশ মিডিয়াম) শাখার অভিভাবকদের ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অন্যদিকে, ৪৬ বছর আগে, ১৯৭৩ সালে গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় দায়ের করা মামলা বাতিল চেয়ে মামলার আসামি মোহন সরদার হাইকোর্টে আবেদন করেছেন। সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি দুই এ আবেদনের ওপর শুনানি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করায় ওই আবেদন কার্যতালিকা থেকে বাদ দিতে নির্দেশ দেয়া হয়েছে।
×