ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোলে বিজিবির গুলিতে নিহত ১

প্রকাশিত: ১৭:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বেনাপোলে বিজিবির গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক ॥ চোরাচালানি পণ্য আটক করতে গিয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে চোরাচালানিদের গোলাগুলিতে ইব্রাহিম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বেনাপোলের খরিডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, ভোররাতে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালালে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ইব্রাহিমের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সকালের পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৩০০ থ্রিপিস জব্দ করা হয়। বেনাপোল পোর্ট থানারি ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, দৌলতপুর সীমান্ত থেকে ইব্রাহিম হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বলে জানান ওসি।
×