ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট রাষ্ট্রও বড় প্রতিবেশীর আগ্রাসন মোকাবেলা করতে পারে

প্রকাশিত: ০১:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ছোট রাষ্ট্রও বড় প্রতিবেশীর আগ্রাসন মোকাবেলা করতে পারে

অনলাইন ডেস্ক ॥ কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ করে দেয়া হয়েছে। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। কাতারের আমির আরও বলেছেন, জনগণের ওপর চাপিয়ে দেয়া অবৈধ ও আগ্রাসী তৎপরতা ভণ্ডুল করে দিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি। কাতার দেখিয়ে দিয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের মাধ্যমে ছোট রাষ্ট্রও বৃহৎ প্রতিবেশীদের আগ্রাসন মোকাবেলা করতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে হবে। এজন্য সব দেশ বিশেষ করে ধনী ও শক্তিধর দেশগুলোর দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান কাতারের আমির। সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসবাদের প্রতি সমর্থনসহ নানা অভিযোগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র গুরুত্বপূর্ণ সদস্য কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। তবে কাতার বলেছে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে সৌদি আরব।
×