ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে অগ্নিকান্ডে৩৪ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০২:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রাঙ্গাবালীতে  অগ্নিকান্ডে৩৪ দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ভয়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাহেরচর বাজারের ৮টি মার্কেটের ৩৪ টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ভাবে আর্থিক অঙ্কে এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অগ্নিকান্ডে সর্বস্বহারা হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতের দিকে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় এমপি মো. মাহবুবুর রহমান অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, বাহেরচর বাজারের মুদি মনোহারি ব্যবসায়ী সবুজ পেয়াদার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যা কয়েক মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ খবর মসজিদের মাইক দিয়ে প্রচার করা হলে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কয়েক হাজার মানুষ অন্তত ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে এবং এক পর্যায়ে সেচ পাম্পের মাধ্যমে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি মার্কেটের আব্বাস হাওলাদার, বশার হাওলাদার, বাদল মাতবর, শাকিল আহম্মেদসহ ৩৪জন ব্যবসায়ীর মুদি মনোহারি, শাড়ি-কাপড়, কসমেটিক্স, ডিজেল-গ্যাস সিলেন্ডারের দোকান এবং গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাহেরচর বাজারের ক্ষতিগ্রস্ত মুদি মনোহারি ব্যবসায়ী আব্বাস হাওলাদার জানান, তার দোকান এবং মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মোবাইল সার্ভিসিংয়ের দোকানদার শাকিল আহম্মেদ জানান, আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আরও বেশি ক্ষতি হতো। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ব্যবসায়ীদের বড় ধরণের ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়েই মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মো. মাহবুবুর রহমান। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রত্যেককে নগদ ৭ হাজার টাকা, তিন বান্ডিল ঢেউটিন ও ৩০ কেজি চাল দেয়ার ঘোষণা দেন। এ সময় এমপির সঙ্গে অগ্নিকান্ডস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু ও রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র প্রমুখ। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে সবুজ পেয়াদার মুদি মনোহারি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ত্রাণ দফতরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, অগ্নিকান্ডে ৮টি মার্কেটের ৩৪টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মাদ আলিমউল্লাহ বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।
×