ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:২৪, ২১ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলায় নানা বয়সি মানুষের উপচেপড়া ভীড় দেখা গেল টাঙ্গাইলের মধুপুরে। মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার আবহমান লোকজ সংস্কৃতির ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার দামপাড়া ও আকাশি গ্রামের বিশাল খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। আকাশি বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুল জানান, এই ঘোড়দৌড় প্রতিযোগীতাকে ঘিরে সকাল থেকেই ওই মাঠে আসতে শুরু করে আশপাশের ২০ গ্রামের শিশু-কিশোর ও নারী-পুরুষ। বিশাল ওই মাঠের চারপাশে অবস্থান করা কয়েক হাজার মানুষ শীতকালীন গ্রামীণ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। বিগত প্রায় ১০ বছর ধরে মানুষের নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহি ঘোরদৌড় প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে বলে জানায় আয়োজকরা। টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড়া প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতায় কদম ও দাপট বিভাগের ৭টি ইভেন্টে ২১ জনকে পুরষ্কৃত করা হয়েছে। এ ঘোড়দৌড়কে ঘিরে ওই মাঠে গত ১৫ দিন ধরে বসে শীতকালীন গ্রামীণ মেলা। অনুষ্ঠিত হয় সংগীত, নাটক। শনিবার বিকালে অনুষ্ঠিত আকাশি বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে এ ঘোড়দৌড় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার সফি উদ্দিন উদ্দিন মণি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, গাজী টিভির নির্বাহী প্রযোজক ড. বায়েজিত মোড়ল, মধুপুর থানার (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ।
×