ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর-বেনাপোল মহাসড়কের মৃতপ্রায় ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনে পক্ষে গণস্বাক্ষর

প্রকাশিত: ২৩:৫৮, ২১ জানুয়ারি ২০১৮

যশোর-বেনাপোল মহাসড়কের মৃতপ্রায় ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনে পক্ষে গণস্বাক্ষর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-বেনাপোল মহাসড়ক ৪ লেনে উন্নিতকরণের প্রয়োজনে মৃতপ্রায় ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের পক্ষে ঝিকরগাছায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২ টায় ঝিকরগাছা সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচি শুরু হয়। ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশির আহম্মদ এই গণস্বাক্ষর কর্মসূচি উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহম্মেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, আওয়ামী লীগ নেতা শাহাজাহান আলী মোড়ল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান উবা, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান রশীদ প্রমূখ। এরপর গণস্বাক্ষরে অংশ নেন এলাকার বিশিষ্ঠজনসহ ঝিকরগাছার সাধারণ মানুষ। সম্মিলিত নাগরিক কমিটির মাস্টার আরশাফুজ্জামান বাবু জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওই দিন একই দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন। গণস্বাক্ষরে অংশ নেওয়া আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তি জানান, শুধু গণস্বাক্ষর নয় রাস্তা না হওয়া পর্যন্ত সব ধরণের আন্দোলন করতে রাজি আছি।
×