ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পাহাড়াদারকে খুন করে ডাকাতি

প্রকাশিত: ২৩:৫৫, ২০ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায় পাহাড়াদারকে খুন করে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া বাজারে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাজারের পাহাড়াদার আবু মিয়াকে(৫৮) নৃশংসভাবে খুন করে ছয়টি দোকানের টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। নিহত আবু মিয়া ওই এলাকার লাউয়ারি গ্রামের মৃত কাদির আকন্দের ছেলে। তবে স্থানীয় থানা পুলিশ ঘটনাটিকে ‘চুরি’ বলে দাবি করছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে দত্তকুনিয়া বাজারে চুরি সংঘটিত হলে বাজার কমিটির পক্ষ থেকে আবু মিয়াকে পাহাড়াদার নিযুক্ত করা হয়। শনিবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে দেখেন শার্টারের তালা ভাঙ্গা এবং ঘরে টাকা-পয়সাসহ অনেক মূল্যবান জিনিসপত্র নেই। পরে তারা বাজারের পাহাড়াদারকে খুঁজতে গিয়ে দেখেন সাহাব উদ্দিন ও আব্দুল বারেকের সব্জির দোকানের পেছনে কাদা-পানিযুক্ত একটি ক্ষেতে তার লাশ পড়ে আছে। এ সময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। খবর পেয়ে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠান। পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনাটিকে ‘চুরি’ হিসেবে দাবি করে বলেন, সংঘবদ্ধ চোরেরা বাজারের পাহাড়াদার আবু মিয়াকে হত্যা করে ছয়টি কাপড়, ওষুধ ও মনোহারি দোকানের টাকা-পয়সা, কাপড় এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা বা কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটি বাজারের ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলেছে।
×