ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হুমকি উপেক্ষা করে চিলিতে গেলেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ০০:০১, ১৬ জানুয়ারি ২০১৮

হুমকি উপেক্ষা করে চিলিতে গেলেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক ॥ পোপ ফ্রান্সিসের সফরের বিরোধিতা করে বেশ কয়েকটি গির্জা ভাঙচুর এবং তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির পর চিলি সফরে গেছেন তিনি। মঙ্গলবার রাজধানী সান্তিয়াগোতে স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে পৌঁছান পোপ ফ্রান্সিস। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিসের কথা শোনার জন্য পাঁচ লাখের বেশি মানুষ সান্তিয়াগো শহরের একটি পার্কে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। পোপ ফ্রান্সিসের সফরের খবরে চিলিতে বেশ কয়েকটি ক্যাথলিক গির্জা গত শুক্রবার ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। এমনকি পোপ ফ্রান্সিস চিলি সফরে গেলে তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তারা। শুক্রবার চিলির রাজধানীতে চারটি গির্জা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর চালানোর সময়ই পোপ ফ্রান্সিসকে হুমকি দিয়ে লেখা ওই নোট রেখে যান বিক্ষোভকারীরা। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ওই নোটে লেখা আছে পরের বোমাটি দিয়ে পোপ ফ্রান্সিসের শরীরের জামাকাপড় পোড়ানো হবে। এ ব্যাপারে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। তবে তদন্ত প্রতিবেদন কিংবা এ ব্যাপারে পরবর্তী কোনো তথ্য জানা যায়নি। সূত্র : আলজাজিরা
×