ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ২০:৩৯, ১২ জানুয়ারি ২০১৮

বগুড়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার,বগুড়া ॥ শুক্রবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের পার্শ্বে বগুড়া সদরের গোকুল এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় জাহিদ হাসান মুরাদ(৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছে।এ্যাম্বুলেন্সটির হেলপার এ্যাম্বুলেন্স চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে বগুড়া থেকে রংপুরগামী একটি পিকনিক দলের বাস বাস টিএমএস সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি নিতে থামে। গ্যাস নেয়ার সময় যাত্রীরা বাস থেকে নেমে দাঁড়িয়েছিলো। একই সময় রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সেও সেখানে সিএনজি নিয়ে চালক কাউন্টারে মুল্য পরিশোধ করেছিলো। এসময় এ্যাম্বুলেন্সটির হেলপার সেটি ঘোরানোর চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে ফিলিং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা পিকনিক দলের সদস্যদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায়। নিহত মুরাদের বাড়ি শহরে মালতিনগর এলাকায়। তিনি একজন নির্মান শ্রমিক এবং পিকিনিকে যাচ্ছিলেন। পুলিশ এ্যাম্বুলেন্সের হেলপার সাদেককে(২৫) গ্রেফতার করেছে।
×