ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় প্রচন্ড শীতে দরিদ্র মানুষের দুর্বিষহ জীবন যাপন

প্রকাশিত: ০০:২৫, ১১ জানুয়ারি ২০১৮

গাইবান্ধায় প্রচন্ড শীতে দরিদ্র মানুষের দুর্বিষহ জীবন যাপন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গত দু’সপ্তাহ ধরে গাইবান্ধায় শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে দরিদ্র মানুষেরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সেইসাথে গুড়ি গুড়ি বৃষ্টির মত ঘন কুয়াশা পড়ছে। ফলে শস্যে ক্ষেতের শস্য ফুল ঝড়ে পড়ছে এবং শীতকালিন নানা সবজিগুলোতে ছত্রাক রোগের প্রকোপ বেড়েছে। এছাড়া প্রচন্ড ঠান্ডার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বেশী। ফলে বৃদ্ধ ও শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ঘন কুয়াশার কারণে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। বেলা ১টার পর সুর্যের দেখা মিললেও ঠান্ডা কমে না। এতে করে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলছে। এদিকে প্রচন্ড শীতের কারণে শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, প্রায় দু’সপ্তাহ শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় শীতকালীন নানা সবজি, বোরো বীজতলাসহ বিভিন্ন ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আসন্ন ইরি-বোরো চাষ পিছিয়ে ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।
×