ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়ায় হাইকোর্টে রিট

প্রকাশিত: ২৩:০৯, ৩ জানুয়ারি ২০১৮

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়ায় হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন কাউকে নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক হবে না, সে ব্যাপারে জানতে চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট করেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ আগস্ট সর্বশেষ কার্যালয়ে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১০ সেপ্টেম্বর তিনি দুই সপ্তাহের জন্য বিদেশ সফরে গেলে তার অবর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ দায়িত্ব দেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অসুস্থতাজনিত কারণে আগামী ৩ অক্টোবর হতে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন ছুটি মঞ্জুরের বিষয়ে সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন এবং মাননীয় প্রধান বিচারপতি অসুস্থতাজনিত ছুটি ভোগকালীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করিয়াছেন। এ ছাড়া সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে অন্য কোনো ব্যক্তি একই পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি নিজের কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে প্রবীণতম ব্যক্তি ওই কার্যভার পালন করবেন।
×