ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাংলা টিমের তিন জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০২:৪১, ৩১ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে বাংলা টিমের তিন জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) তিন সক্রীয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- আহমদ উল্লাহ পাটোয়ারী ওরফে ইমরান ওরফে ফরহাদ হোসাইন ওরফে সানি ওরফে শ্যামল (২১), জাবাল-ই-নুর সিয়াম ওরফে মুসাব (২৪) ও মুফতি হোসাইন আহমেদ ওরফে হোসেন ওরফে বেলাল (৩২)। শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর পর্যন্ত সবুজবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে জঙ্গীবাদী বই, লিফলেট ও জঙ্গী অর্থায়নের ২ লাখ ৭ হাজার ৮শ’ ৮০ টাকা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতাকৃত আহমদ উল্লাহ পাটোয়ারী ২০১২ সালে মাদ্রাসাতুল রাহবারে কিতাব বিভাগে পড়াশুনা করা কালীন সময়ে মোবাইলে জসিম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে জঙ্গীবাদের প্রতি আকৃষ্ট হয়। এরপর সে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং এই যাতায়াতের সময় জনৈক এক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে ২০১৩ সালের শুরুর দিকে সে তার এক সমবয়সীর মাধ্যমে আনসার আল ইসলাম (আনসারল্লাহ বাংলা টিম) এ যোগদান করে। আহমদ উল্লাহ পাটোয়ারীর নেতৃত্বে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের একাধিক জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের একাধিক গোপন বৈঠক হয়। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্লগারদের অনুস্বরণ করা এবং ব্লগারের বিভিন্ন পোষ্ট শীর্ষ জঙ্গী নেতাদের দৃষ্টি গোচর করাই ছিল তার প্রধান কাজ। জাবাল-ই-নুর সিয়াম ২০১১ সালে পারিবারিক এক বন্ধুর মাধ্যমে হিযবুত তাহরীরে যোগদান করে এবং ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সে এই সংগঠনে ছিল। পরবর্তীতে ২০১৬ সালে ইতিপূর্বে র্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবির এবং ফয়সাল রহমানের মাধ্যমে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে। সে সংগঠনে প্রতি মাসে তিন হাজার টাকা করে ইয়ানত দিয়ে আসছিল। মুফতি হোসাইন আহমেদ জসিম উদ্দিন রাহমানির মাধ্যমে ঐ সময়ে তিনি জঙ্গীবাদী মতবাদে অনুপ্রাণিত হয়। পরবর্তীতে তিনি জসিম উদ্দিন রাহমানির বছিলা এলাকায় যাতায়াত শুরু করে এবং জঙ্গীবাদে সম্পৃক্ত হয়। ২০১৪ সালে তিনি বায়তুন নুর জামে মসজিদ, সবুজবাগে ইমামতি শুরু করে এবং ইমামতির আড়ালে নিষিদ্ধ ঘোষিত জিহাদী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি করে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।
×