ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা - খসরু

প্রকাশিত: ০২:০৯, ২৯ ডিসেম্বর ২০১৭

খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা - খসরু

স্টাফ রিপোর্টার ॥ খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই তার বিরুদ্ধে মামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে সরকার নির্বাচনী প্রজক্ট হিসেবে ব্যবহার করছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনোও সম্পৃক্ততা নেই। এটা জেনে শুনেও সরকার সেই পথেই যাচ্ছে। কারণ তাদের আর কোনও পথ নেই। তবে ওই পথে সরকার না গেলেই তাদের জন্য ভালো হবে। কারণ এ সরকার ও ক্ষমতাসীন দল বিগত দিনে এ পথেই চলেছে। আমি তাদের বলতে চাই, সেই পিচ্ছিল পথে আর যাবেন না। নতুন বছরে গণতন্ত্র ফিরে আসবে উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতাসীনদের উচ্চমূল্যে বিদায় নিতে হবে। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ২০১৮ সাল হবে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, আইনের শাসন ও নাগরিক অধিকার ফিরিয়ে আনার বছর। আর এ ২০১৮ সালেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে দাবি করে আমির খসরু বলেন, আওয়ামী লীগের ৬০ শতাংশ ভোট কমেছে, আর বিএনপির ৪০ শতাংশ ভোট বেড়েছে। এই অনুপাতটা সারাদেশের ক্ষেত্রে চিন্তা করলে আমি আওয়ামী লীগের একটি আসনও জেতারও কারণ দেখতে পাচ্ছি না। আয়োজক সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, অধ্যাপক দিলারা চৌধুরী, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাাদক আলমগীর হোসেনপ্রমুখ।
×