ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে পৌর ও ইউপি নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০০:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে পৌর ও ইউপি নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর বিরল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে বিরল পৌরসভা ও রাজারামপুর ইউপি নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি। সরেজমিন দিনাজপুর বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলো ঘুওে দেখা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে প্রথমবারের ন্যায় দিনাজপর বিরল উপজেলার বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পৌরসভার ৯টি এবং ইউনিয়ন পরিষদের ৯টি ভোট কেন্দ্রে শান্তিপুর্ণ পরিবেশে ভোটাররা গোপন ব্যালটে ভোটদান করেন। শীতের তীব্রতা ও কুয়াশাকে উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালের দিকে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। দুপুর ১২টার পর কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের ভীড় বাড়তে থাকে। নির্বাচনী এলাকায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সার্বক্ষনিক টহল জোরদার ছিল। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, ভোটদানের শতকরা হার ৭০ শতাংশের বেশি। ভোট গননা শেষে প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করা হবে।
×