ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০০:৫৫, ২৫ ডিসেম্বর ২০১৭

শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩ শ’ আসনে প্রার্থী দেয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা সবাই এক সঙ্গে বসে সিদ্বান্ত নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবো। তবে একক ভাবে নির্বাচনের প্রস্ততি চলছে। বিএনপির অবস্থানের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনের জোটবদ্ধ প্রক্রিয়া। তিনি বলেন, রংপুরের নির্বাচন একটি ইতিবাচক উদাহরন সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ সোমবার বেলা ১১টায় সাংবাকিদের এসব বলেছেন। এরশাদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সরকার ভাল আবস্থানে রয়েছে। আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই। জাতীয় নির্বাচন সময় মত হবে। এসময় তার সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহা-সচিব আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদারসহ এরাশাদ পরিবারের সদস্যবৃন্দ। ব্যক্তিগত সফরে হেলিকপ্টারযোগে জাপা চেয়ারম্যান কুয়াকাটায় আসেন। কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে অবতরন করেন। তিনি কিছু সময় কুয়াকাটা গ্রান্ড হোটেলে অবস্থান শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে গেছেন।
×