ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিল সিআইএ

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৭

রাশিয়ায় সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিল সিআইএ

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সেন্ট পিটার্সবুর্গে 'সন্ত্রাসী হামলা' ঠেকাতে সক্ষম হয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। যুক্তারাষ্ট্র ও রাশিয়ার একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গির্জায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। এফএসবি'র এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীদের বিরুদ্ধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আইএস সমর্থক সাতজনকে গ্র্রেফতার করা হয়েছে। শনিবার ওই হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তবে এর আগেইই সিআইএ'র কাছ থেকে তথ্য পেয়ে হামলার পরিকল্পনা বানচাল করে দেয় রুশ কর্তৃপক্ষ। হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছে, সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ফোনালাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকির বিষয়ে তথ্য জানাবে রাশিয়া। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদের আটক করা গেছে। এই হামলা হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার আশংকা ছিল। রোববারে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গির্জা ও অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলো। রাশিয়ান সংবাদ সংস্থা 'ইতার-তাস'র প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে ১৮টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে এফএসবি'র পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ। সূত্র: বিবিসি।
×