ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে উদীচীর ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশনা

প্রকাশিত: ২৩:২৪, ১৬ ডিসেম্বর ২০১৭

জামালপুরে উদীচীর ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশনা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন ও ভ্রাম্যমাণ ট্রাকে জাগরণের গান পরিবেশন করেছে। জানা গেছে, বিজয় দিবসের সকাল নয়টায় উদীচী জেলা সংসদের সভাপতি সহকারী অধ্যাপক আবুল হাসনাত তালুকদার সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে শহরের মহাশ্মশান ঘাটে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ভ্রাম্যমাণ ট্রাকে জাগরণের গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ভ্রাম্যমাণ এ আয়োজনে ‘জয় বাংলার জয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য উঠার এই তো সময়’ এবং ‘রাজাকার আল বদরে খাইছে এ দেশ খাইছে রে, মাথায় জিন্না টুপ ঘুরে বেড়ায় চুপি চুপি, সেজে তারা বহুরূপী’সহ বিভিন্ন জাগরণের গান পরিবেশন করেন। ভ্রাম্যমাণ ট্রাকটি শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ, বকুলতলা মোড়, গেইটপাড়, বাসস্ট্যান্ড, দয়াময়ী মোড় হয়ে বোসপাড়ায় উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয় জাগরণের গান পরিবেশনা। এ কর্মসূচিতে উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি শিউলী চৌধুরী, সহসভাপতি তাপস কুমার বণিক ও গৌতম সিংহ সাহা, সহসাধারণ সম্পাদক এহসানুল হাসিব অনিক, দপ্তর সম্পাদক আবু সাঈদ রিফাত, সঙ্গীত সম্পাদক সৈয়দুজ্জামান শান্ত, সদস্য প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীন, মারুফ আহাম্মেদ খান মানিক, মাহতাসিম ঈমাম অথৈ, পায়েল দে, রোদেলা সিনহা সাহা প্রমুখ অংশ নেন।
×