ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আইডিএলসি’র বিনিয়োগ ৪৯৯ কোটি টাকা

প্রকাশিত: ০৪:২৪, ১৫ ডিসেম্বর ২০১৭

শেয়ারবাজারে আইডিএলসি’র বিনিয়োগ ৪৯৯ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে ৯ খাতের বিভিন্ন কোম্পানিতে সাবসিডিয়ারিসহ আইডিএলসি ফাইন্যান্সের ৪৯৯ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। প্রতিষ্ঠানটির ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৭) আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারবাজারের ৯ খাতে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৯৯ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৬৬৫ টাকায়। আর এই বিনিয়োগের বাজার দর রয়েছে ৫৫১ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৮৬৪ টাকা। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির আনরিয়েলাইজড গেইন রয়েছে ৫২ কোটি ১ লাখ ৮৪ হাজার ১৯৯ টাকা। শেয়ারবাজারে বিনিয়োগ করা ৯ খাত হলো : মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক, ওষুধ ও রসায়ন, বিদ্যুত ও জ্বালানি, আর্থিক, সিমেন্ট, টেলিযোগাযোগ, খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল। খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এ খাতের বিনিয়োগের পরিমাণ ১৮৩ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ৬৮২ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৭৩৪ টাকার বিনিয়োগ রয়েছে ব্যাংকিং খাতে এবং তৃতীয় সর্বোচ্চ ৯৪ কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৩৮ টাকার বিনিয়োগ রয়েছে টেলিযোগাযোগ খাতে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডে ২০ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার ৩৪৯ টাকার, বিদ্যুত ও জ্বালানি খাতে ৬ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৭৬ টাকার, আর্থিক খাতে ১৯ কোটি ২ লাখ ৭৯ হাজার ৭৯৫ টাকার, সিমেন্ট খাতে ৩ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৮০৯ টাকার, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৭৮৪ টাকার এবং প্রকৌশল খাতে ২৫ কোটি ৯৯ লাখ ১১ হাজার ৩৯৭ টাকার বিনিয়োগ রয়েছে। এদিকে ৩০ সেপ্টেম্বরে শুধু আইডিএলসি ফাইন্যান্সের ৭ খাতে ২০৪ কোটি ৮ লাখ ৭০ হাজার ৭০২ টাকা বিনিয়োগ রয়েছে। একইদিনে যার বাজার দর রয়েছে ২৪১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ২১৮ টাকা। অর্থাৎ ওই সময় প্রতিষ্ঠানটির আনরিয়েলাইজড গেইন রয়েছে ৩৭ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৫১৬ টাকা। প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে ব্যাংকিং খাতে। এ খাতের প্রতিষ্ঠানটির বিনিয়োগ ৭১ কেটি ৬৬ লাখ ৯ হাজার ৮৪৪ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ ৭০ কোটি ২১ লাখ ২৩ হাজার ৫৪৭ টাকা বিনিয়োগ করেছে ওষুধ ও রসায়ন খাতে এবং তৃতীয় সর্বোচ্চ বিনিয়োগ করেছে টেলিযোগাযোগ খাতে। এ খাতের প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ৪৭ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৩৪ টাকা। এছাড়া অন্য খাতের মধ্যে মিউচ্যুয়াল ফান্ডে ৬ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা, বিদ্যুত ও জ্বালানি খাতে ৫ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৭৬ টাকা, আর্থিক খাতে ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা এবং প্রকৌশল খাতে প্রতিষ্ঠানটির ৭৪ লাখ ৯৮ হাজার ৯২৪ টাকার বিনিয়োগ রয়েছে।
×