ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা গড়তে ডেপুটি স্পিকারের আহবান

প্রকাশিত: ০৪:১৭, ১১ ডিসেম্বর ২০১৭

বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা গড়তে ডেপুটি স্পিকারের আহবান

অনলাইন ডেস্ক ॥ ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বাল্য বিয়ে প্রতিরোধে নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। আজ জাতীয় সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর যৌথ উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ আহবান জানান। তিনি বলেন, দরিদ্রতা, অসচেতনতা, নিরাপত্তাহীনতা,ভূয়া জন্মসনদ ইত্যাদি কারণে বাল্যবিবাহ হচ্ছে। এসব কারণ দূর করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় আইপিইউ’র স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি বলেন, বাল্য বিয়ে বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা। ২০১১ সালে বাংলাদেশে বাল্য বিয়ের হার ৬৭ শতাংশ, ২০১৪ সালে এ হার ৫২ শতাংশে নেমে আসে। বর্তমানে জাতীয় সংসদ সদস্যগণ বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ এলাকায় ভূমিকা রাখায় এ হার দিন দিন হ্রাস পাচ্ছে। চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি বাল্য বিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মসজিদ-মাদরাসার ইমাম-শিক্ষকসহ সমাজের সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহবান জানান। কর্মশালায় হুইপ মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাবউদ্দিন, মো. মাহাবুব আরা গিনি সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব আ হ ম গোলাম কিবরিয়ার এতে সভাপতিত্ব করেন।
×