ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ত্রুটির কারণে এনআরবিসির অনিয়ম

প্রকাশিত: ০১:২২, ১১ ডিসেম্বর ২০১৭

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ত্রুটির কারণে এনআরবিসির অনিয়ম

অর্থনৈতিক রিপোর্টার ॥ এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের করপোরেট গভর্নেন্সেরন সমস্যা ছিল এবং কিছু অনিয়মও হয়েছে বলে স্বীকার করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান তমাল এসএম পারভেজ। এনআরবি ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এসব অনিয়ম হলেছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার ব্যাংকটির নতুন চেয়ারম্যানসহ পর্ষদের পাঁচ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নতুন চেয়ারম্যান বলেন, ব্যাংকের পর্ষদ পুন:গঠন করা হয়েছে। নতুন যারা ব্যাংকটির নেতৃত্ব নিয়েছে তারা সবাই বিদেশে প্রতিষ্ঠিত। আমাদের কাছে এখনো ব্যাংকের পুরো আর্থিক বিবরণী আসেনি। আমরা সব কিছু জেনে আগামীতে ১০- ১৫ দিনের মধ্যে জানাবো। এনআরবিসির চেয়ারম্যান তমাল পারভেজ বলেন, ব্যাংক কাজ করে জনস্বার্থকে নিয়ে। জনগনের আমানত এখনে আছে। আমরা মনে করি জনগনের মানানতেএকটা ঝুঁকি দেখা দিয়েছে। আমাদের ব্যাংকের কিছু করপোরেট গভর্নেন্সেরন সমস্যা ছিল। কিছু কম্পাইন্স নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা যারা বিদেশে থাকি অর্থ উপার্জন করি। তারা এখানে বিনিয়োগ করেছি। তবে তার চেয়ে দশগুণ টাকা আমানতকারীর। তাই আমাদের নিজস্ব একটি দায়িত্ববোধ আছে। জনগন(আমানতকারী) যাতে কোনো ঝুঁকিতে না পরে। সব ঝুঁকি আমারা কাধে নিয়ে সামনে এগিয়ে যাব। একই সঙ্গে একটি বার্তা দিতে চাই এ ব্যাংকে কোনো ঝুঁকি নেই। আমরা প্রবাসীরা রেমিট্যান্স আনি। এদেশকে দেয়ার আছে কিছু নেয়ার নেই। ব্যাংকের যে সমস্ত অনিয়ম ছিল তা দূর করা হবে। বাংলাদেশ ব্যাংক আমাদের সঙ্গে আছে। এনআরবি ব্যাংক যে জন্য অনুমোদন দেয়া হয়েছে সেই লক্ষ্যে কাজ করবো। প্রবাসীদের জন্য আমরা আলাদা পণ্য আনবো। আগের সব অনিয়ম চেঞ্জ করা হবে। ব্যাংকের পর্ষদের সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, করপোরেট গভর্নেন্সের ও কম্পাইন্টের অভাব ছিল। ব্যাংককে কি হচ্ছে তা সব সময় বোর্ডে আসতো না এটাই একমাত্র সমস্যা।বোর্ড ব্যাংকের সার্বিক চিত্র জানতো না। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে ব্যাংকের যে সমস্যা হচ্ছে তা জানাতো না। এসব সমস্যা এখন বোর্ডে আসবে।
×