ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে মাদকদ্রব্য ধবংস

প্রকাশিত: ০২:২১, ৯ ডিসেম্বর ২০১৭

টেকনাফে মাদকদ্রব্য ধবংস

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ২২১ কোটি ৫৭ লক্ষ টাকা মুল্যের ১৩ প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার সকালে টেকনাফ-২ বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে মালিকবিহীন ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৮৫০ টাকা মুল্যমানের মাদকদ্রব্য এবং ১ কোটি ১৫ লক্ষ ৯২ হাজার টাকা মুল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট ধ্বংস করা হয়। ওসব পণ্য গত ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি জওয়ানরা জব্দ করেছিল। অনুষ্টানে প্রধান অতিথি রামু এডহক রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল এএসএস আনিসুল হক মাদকদ্রব্য ধ্বংসকরণ উদ্বোধন করেন।
×