ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র মাদক দ্রব্য ধ্বংসকরণ

প্রকাশিত: ০২:০৯, ৭ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র মাদক দ্রব্য ধ্বংসকরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে বিজিবি কর্তৃক বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সময় আটককৃত বিপুল পরিমাণ মাদক জনসম্মুখে ধ্বংস করেছে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ঠাকুরগাঁও ৩০ বিজিবির আয়োজনে দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এসব মাদক দ্রব্য বুলডোজার দিয়ে পৃষ্ট করে ধ্বংস করা হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ বিজিবির পরিচালক লে: ক: মোহাম্মদ খাদেমুল বাশার (পিএসসি) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন, ঠাকুরগঁও সেক্টর কমান্ডার দেওয়ান লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩০ বিজিবির সহকারী পরিচালক (এডি) আব্দুল হাশেম, ৫৬ বিজিবির অধিনায়ক লে: ক: আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কোরাইশি প্রমুখ। অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান লিয়াকত আলী বলেন, ‘বিজিবি মাদকদ্রব্য নির্মূলে তৎপর রয়েছে। সীমান্তে মাদক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। তাদের মাদকের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়। উল্লেখ্য, ধ্বংসপ্রাপ্ত মাদক দ্রব্য গুলির মধ্যে ছিল ৭৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ৬ শ’ টাকা।
×