ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইবিতে জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ০২:৪৭, ৪ ডিসেম্বর ২০১৭

ইবিতে জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, সোমবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটে পরীক্ষার পরে জিমন্যাসিয়াম এলাকা থেকে দুই প্রক্সিবাজকে আটক করে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। তারা হল বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাওছার আলী ও বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ^বিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র রকি এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র লাল চাঁদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদ জালিয়াতি চক্রের সাথে জড়িত রয়েছে। পরে তাদের বিকাল ৫ টার দিকে ভ্রাম্যমান আদালতের হতে তুলে দেওয়া হয়। পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন-১৯৮০ এর ৩ নং ধারায় কাওছার আলীকে একছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মো. আলমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন কুষ্টিয়া ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইমলাম কমল।
×