ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ মার্চ ‘ঐতিহাসিক জাতীয় দিবস’ কেন নয় ॥ হাইকোর্ট

প্রকাশিত: ২১:১৩, ২০ নভেম্বর ২০১৭

৭ মার্চ ‘ঐতিহাসিক জাতীয় দিবস’ কেন নয় ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে যে ভাষণে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন, সেই ভাষণের দিনটিকে কেন ‘ঐতিহাসিক জাতীয় দিবস’ হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সঙ্গে একাত্তরের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান কেন সংরক্ষণ করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও অর্থ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া রুল বাস্তবায়নে প্রকল্প গ্রহণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে- সে বিষয়ে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী বশির আহমেদ। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
×