ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে চার্জ আমলে নেয়া, না নেয়া বিষয়ে আদেশ ১৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:২৪, ২০ নভেম্বর ২০১৭

বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে চার্জ আমলে নেয়া, না নেয়া বিষয়ে আদেশ ১৪ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি হবে না সে বিষয়ে আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মুক্তাগাছার আব্দুল সালামসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। মৌলভীবাজারের রাজনগরের সামসুল হোসেন তরফদার ওরফে আশরাফসহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ আসামিপক্ষের যুক্তিতর্কের জন্য দিন রয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছে।
×