ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর সীমান্ত রেখায় ভারতীয় ও পাকিস্তানী সৈন্যদের মধ্যে গুলিবিনিময়

প্রকাশিত: ০৬:২৫, ১৮ নভেম্বর ২০১৭

কাশ্মীর সীমান্ত রেখায় ভারতীয় ও পাকিস্তানী সৈন্যদের মধ্যে গুলিবিনিময়

ভারতীয় ও পাকিস্তানী সৈন্যদের মধ্যে শুক্রবার সীমান্তে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। সৈন্যরা পরস্পরের অবস্থান ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ গুলি বিনিময় করে। ভারতীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর সিনহুয়া অনলাইনের। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১শ’ ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সীমান্তবর্তী পাঁচ জেলায় নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষের মধ্যে এ গুলিবিনিময় হয়। এক স্থানীয় সরকারী কর্মকর্তা বলেছেন, পাকিস্তানী সৈন্যরা শুক্রবার ভোরে গুলপুর ও নাকারকোট সেক্টরে কয়েকটি ভারতীয় অবস্থান ও বেসামরিক এলাকাগুলোতে উস্কানি ছাড়া মর্টারের গোলা ও গুলিবর্ষণ করে। কর্মকর্তা বলেন, থেমে থেমে গুলিবর্ষণ এখনও চলছে। এলাকার স্কুলগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, ভারত বা পাকিস্তান কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, এ বছরের প্রথম থেকে নিয়ন্ত্রণ রেখায় ও আন্তর্জাতিক সীমান্ত (ওয়ানবি)- বরাবর ৬শ’র বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে। নয়াদিল্লী ও ইসলামাবাদ উস্কানি ছাড়া গুলিবর্ষণ ও অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে আসছে।
×