ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর আখ মাড়াই মৌসুম শুরু

প্রকাশিত: ০২:৩৩, ১৭ নভেম্বর ২০১৭

গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর আখ মাড়াই মৌসুম শুরু

সংবাদদাতা,লালপুর ॥ প্রায় ১শ ৪৬ কোটি টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে উত্তর বঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুর গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ২০১৭-২০১৮ অর্থ বছরের আখ মাড়াই মৌসুমের উদ্ধোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে এই মাড়াই মৌসুম শুরু করা হয় । এ মৌসুমে ১২০ কার্য দিবসে ২ লাখ ২ হাজার মে.টন আখ মাড়াই করে ১৫ হাজার ৪৫ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । চিনি আহরনের হার ধরা হয়েছে শতকরা ৭.৫০ ভাগ। নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর মহা ব্যবস্থাপক(কৃষি) ও ব্যবস্থাপনা পরিচাললক (চলতি দায়িত্ব) আব্দুস সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন এর সচিব এবিএম আরশাদ হোসেন, পরিকল্পনা পরিচালক প্রকৌশলী হারেজ আলী প্রমুখ । এছাড়া লালপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু তাহির, আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক ইসাহাক আলী,লালপুর থানার ওসি আবু ওবায়েদ সহ নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর বিভিন্ন দপ্তর এর কর্মকর্তারা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আলোচনা সভা ও মিলাদ মহাফিল সহ বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে এ মাড়াই মৌসুম শুরু হয় ।
×