ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৩:১৮, ১৫ নভেম্বর ২০১৭

নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রংপুর, দিনাজপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুর, লুটপাট, নারী নির্যাতন এবং জোরপূর্বক দেশে ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নরসিংদী জেলা শাখা। আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নরসিংদী জেলা শাখার সভাপতি সত্যেন্দ্র নাথ মোদক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নরসিংদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অহিভূষণ চক্রবর্ত্তী, জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস সহ জেলা ও উপজেলার হিন্দু কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ,হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবার জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
×