ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভায় হবিগঞ্জের ৪৭টি চা-বাগানের শ্রমিকরা

আবারও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় চা-শ্রমিকরা

প্রকাশিত: ২৩:১৩, ১৩ নভেম্বর ২০১৭

আবারও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় চা-শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলার অধীন ৪৭ টি চা-বাগানের সমন্বয়ে গঠিত প্রায় দু’লাখ নারী-পুরুষের এতিয্যবাহী সংগঠন ‘আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা’ (আইএসডিও)’র অন্তত শতাধিক শ্রমিক নেতা-কর্মীর সাথে প্রথমবারের মতো এক উন্মুক্ত মত-বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা। সরকারের উন্নয়ন, অর্জন ও ভাবনাসহ সংশ্লিস্ট জনগোষ্ঠির জীবনযাত্রার মানন্নোয়নে করনীয় এবং সমস্যা সমাধান কল্পে এক প্রতিবাদ্য বিষয় নিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন। এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,আইএসডিও’র সভাপতি স্বপন কুমার সাওতাল, সেক্রেটারী ,এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম সহ জেলার বিভিন্ন চা-বাগান থেকে আগত পঞ্চায়েত নেতৃবৃন্দ। সভায় জেলা প্রশাসক মনীষ চাকমার মাধ্যমে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নিকট সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সভাপতি ও সাধারন সম্পাদক সহ পঞ্চায়েত নের্তৃবৃন্দ তাদের প্রতিটি বাগানের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় এবং প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি অগ্রাধিকার কর্মসূচীর আওতায় চা-শ্রমিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। কিন্তু এখনও তারা অপর্যাপ্ত স্কুল-কমিউনিটি ক্লিনিক আর শিক্ষক সংকট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা দুর্বিসহ সমস্যার অন্তরালে রয়েই গেছেন। যা বিদ্যমান থাকায় একদিকে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে চা-শ্রমিক জনগোষ্ঠীর সন্তানরা বঞ্চিত হচ্ছেন, তেমনি সংশ্লিস্ট বাগানগুলোতে মাদক সহ নানা অপরাধীদের অভয়ারন্য হয়ে উঠায় জানমাল নিয়েও তারা শংকিত। তবে চা-শ্রমিকদের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনার গৃহিত একের পর এক পদক্ষেপের জন্য সংশ্লিস্ট সংস্থার নের্তৃবৃন্দ প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান। এদিকে দীর্ঘ সোয়া ৩ ঘন্টা চলা এই মতবিনিময় সভায় চা-জনগোষ্ঠীর পক্ষে নের্তৃবৃন্দের বক্তব্যে এহেন সমস্যাগুলো বিস্তারিতভাবে জেলা প্রশাসক মনীষ চাকমা শুনেন এবং এসব সমস্যা সমাধান কল্পে আইনের কাঠামোর আওতায় তা সমাধানের জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকার অভিপ্রায় ব্যক্ত করে জেলা প্রশাসক মনীষ চাকমা, ডিজিটাল প্রযুক্তির আওতায় বর্তমান উন্নয়ন সরকারের নানা সাফল্য, অর্জন ও ভাবনার কথা স্মরন করিয়ে দিয়ে আগামীতে আবারও বর্তমান সরকারকে রাস্ট্র ক্ষতায় আনার জন্য চা-শ্রমিকদের নিকট আহবান জানান। চা-শ্রমিকরাও এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে তাদের সদিচ্ছার পুনঃব্যক্ত করেন।
×