ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় তির্যকের তিন দিনব্যাপী নাট্যমেলা

প্রকাশিত: ০৬:০৪, ১৩ নভেম্বর ২০১৭

শিল্পকলায় তির্যকের তিন দিনব্যাপী নাট্যমেলা

সাজু আহমেদ ॥ দেশের অন্যতম নাট্য সংগঠন চট্টগ্রামের তির্যক নাট্যদল তাদের পথচলার ৪৪ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। দলটির প্রতিষ্ঠা হয় ১৯৭৪ সালে। এর পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গন্ডি পেরিয়ে তির্যক নাট্যচর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৪টি নাটকের ২ হাজার ৬১৯টি প্রদর্শনী করতে সামর্থ হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে ও দেশের বাইরে তির্যকের নাট্য প্রযোজনা দর্শক-সমালোচকদের প্রশংসায় সিক্ত হয়েছে।তির্যকের ৮টি প্রযোজনার ১০০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে একটি নাটক রবীন্দ্রনাথের ‘বিসর্জন’-এর ২৪০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এটাই বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্র-নাট্যের প্রথম দ্বি-শততম মঞ্চায়নের দাবিদার তির্যক। এদিকে তির্যকের ৪৪ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে ২টি নাট্যমেলা যথাক্রমে আগামী ১৭ থেকে ১৯ নবেম্বর ২০১৭ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ৩ দিনব্যাপী এবং আগামী ২২ থেকে ২৫ ডিসেম্বর ২০১৭ চট্টগ্রামের টিআইসিতে (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) ৪ দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের সমন্বয়ে নাট্যমেলার উদ্যোগ নেয়া হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে দলটির উদ্যোগে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘তির্যক নাট্যমেলা ২০১৭’ শীর্ষক আয়োজন করা হয়েছে। দল সুত্রে জানা গেছে আগামী ১৭, ১৮ এবং ১৯ নবেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে। নাট্যায়োজনে থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে তির্যকের ৪০ বছরের নাট্যস্মারক প্রদর্শনী, প্রতিদিন মুক্তমঞ্চে বিকেল সাড়ে ৫টায় সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও চট্টগ্রামের লোকগান পরিবেশনা এবং প্রতিদিন সন্ধ্যা ৭টায় তির্যকের একটি করে নাটকের মঞ্চায়ন। এর মধ্যে ১৭ নবেম্বর শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ‘বিসর্জন’, ১৮ নবেম্বর শনিবার সফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’ এবং ১৯ নবেম্বর রবিবার সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ‘তরঙ্গভঙ্গ’ নাটকের মঞ্চায়ন হবে। তিনটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। সংশ্লিষ্ট সুত্র জানায় ১৭ নবেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তির্যক নাট্যমেলা উদ্বোধন করবেন দেশ বরেণ্য নাট্যজন আলী যাকের । এ দিন তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ দিন নাট্যজন আলী যাকেরকে তির্যক সম্মাননা দেয়া হবে। বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। ১৮ নবেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান-প্রদান’ শীর্ষক আলোচনায় বিষয় উপস্থাপন করবেন নাট্যজন মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফ। আলোচনায় অংশ নেবেন বাংলা নাটকের বিশিষ্ট নাট্যজনরা। ১৯ নবেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন মঞ্চ সারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। এ দিন বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক ফেরদৌসী মজুমদারকে তির্যক সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে।
×