ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

প্রকাশিত: ০৩:০৭, ১২ নভেম্বর ২০১৭

লালমনিরহাটে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ ভিতরে প্লাস্টিক পাইপ আর বাহিরে সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল ৮টি সিঁড়ি। কোনভাবেই বোঝার উপায় ছিল না এসব সিঁড়ির ভিতরে রয়েছে ফেন্সিডিল। সিঁড়ির মাঝখানে কৌশলে মাদক বিক্রেতারা ফেন্সিডিল ঢুকিয়ে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল ভ্যানচালক আব্বাস উদ্দিন (৩০)। এতকিছুর পরেও শেষ রক্ষা হল না ফেন্সিডিল বিক্রেতাদের। গত ১২ নবেম্বর দুপুরে অবশেষে ধরা পড়লেন লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সায়েমের হাতে। পরে এসব সিঁড়ির ভিতর থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ভ্যান চালক আব্বাস উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ। আটক আব্বাস আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর (বানিয়াটারী) গ্রামের মৃত সাহাদত হোসেনের ছেলে। আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সায়েম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলনবাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সিঁড়ি বোঝাই ভ্যানটি সন্দেহ বলে তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এসব সিঁড়ি ভেঙ্গে প্লাস্টিক পাইপের ভিতর থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এসব ফেন্সিডিল উপজেলা সদর হয়ে মহিষখোচার উদ্দ্যেশ্যে যাচ্ছিল। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক বিক্রেতারা নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। তিনি আরও জানান, এটি একটি নতুন কৌশল। আর কৌশলও রক্ষা পায়নি পুলিশের হাত থেকে।
×