ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাগুরায় শেখ হাসিনা ব্রীজের নির্মাণ প্রায় শেষ

প্রকাশিত: ০১:৪৩, ১২ নভেম্বর ২০১৭

মাগুরায় শেখ হাসিনা ব্রীজের নির্মাণ প্রায় শেষ

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরার মহম্ম্দপুর উপজেলায় একশত কোটি টাকা ব্যায়ে শেখ হাসিনা ব্রীজের নির্মাণ কাজ শেষের পথে । ব্রীজের ৯৫ভাগ কাজ শেষ হয়েছে । তবে ব্রীজের উপর দিয়ে জনসাধারন পায়ে হেটে চলাচল করছে । সম্প্রীতি হাজার হাজার মানুষ এই ব্যীজের উপর দাঢ়িয়ে নেওকা বাইচ উপভোগ করেন। জানাগেছে , জেলার মহম্ম্দপুর উপজেলা সদরের এলাংখালী ঘাটে একশত কোটি টাকা ব্যায়ে একটি ব্রীজের নির্মাণ কাজ শেষের পথে । ব্রীজের ৯৫ভাগ কাজ শেষ হয়েছে । স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর নির্মাণ কাজ করছে । তবে ব্রীজের উপর দিয়ে জনসাধারন পায়ে হেটে চলাচল করছে । বীজটির নামকরন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ।নির্মাণ কাজ শেষ হলো সেতুটির উপর দিয়ে বাস চলাচল শুরু করলে ঢাকা ও ফরিদপুর জেলার সাথে মাগুরার মহম্ম্দপুর উপজেলার যোগাযোগ ক্ষেত্রে বিল্পব সাধিত হবে । ব্রীজের অবকাঠোমোর নির্মান কাজ শেষ হয়েছে । এখন বাকি রয়েছে সংযোগ সড়কের । সংযোগ সড়কের কাজ শেষ হলে জনসাধার ব্যাপক উপকৃত হবেন । মাগুরা -২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: বীরেন শিকদার জানান, একশত কোটি টাকা ব্যায়ে শেখ হাসিনা ব্রীজের নির্মাণ কাজ শেষে হলে এই এলকার মানুষের দীঘদিনের দাবী পূরন হবে।
×